A story of a brave girl

A story of a brave girl 


☺👐
 মহুয়াপুর একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামের মানুষ সব অত লেখাপড়া জানতো না, কারণ তারা ছিলো খুবই গরীব, সেই গ্রামের এক কৃষকের মেয়ে ছিলো তার নাম অনন্যা। সে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলো এবং সাহসী মেয়ে ছিলো। সে খুব কষ্টেই লেখাপড়া করেছে নিজের জেদে,তার বাবা ছিলেন একজন কৃষক চাষ বাস করেই তাদের সংসার চলতো এবং তার মা ছিলো একজন গৃহিণী। সেই গ্রামের শিশুরা প্রায়ই শিক্ষা থেকে বঞ্চিত হত কারণ তারা পরিবারের আয়ে সাহায্য করার জন্য কাজকর্ম করত। অনন্যার এটা দেখে খুব খারাপ লাগতো, অন্যান্য ভাবলো এতো গুলো বাচ্চা সবাই অশিক্ষিত থাকবে, এদের ভবিষ্যৎ বলে কি কিছু নেই তাই, সে তাদের জন্য কিছু করবে ভাবলো এবং অনন্যা এই অবস্থার পরিবর্তন করতে চাইল।


সে নিজে স্কুলে পড়ত এবং বিকেলে গ্রামের বাচ্চাদের বিনামূল্যে পড়াতl প্রথমে গ্রামের লোকজন তার এই প্রয়াসকে সমর্থন করেনি, কিন্তু অনন্যা হাল ছাড়েননি। তার অদম্য ইচ্ছা ও সাহস দেখে ধীরে ধীরে লোকেরা মান্যতা দেয় এবং তার প্রচেষ্টায় সাড়া দেয়।


বছরের পর বছর ধরে তার এই উদ্যোগের ফলে, গ্রামের অনেক শিশুই স্কুলে যাওয়া শুরু করে এবং শিক্ষার মান উন্নতি হয়। অনন্যা তার গ্রামের জন্য একজন উদাহরণ হয়ে ওঠেন, একজন সাহসী এবং উদ্যমী নারীর প্রতীক হিসেবে। 

এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে কখনও হাল ছেড়ে দেওয়া উচিত না, জেদ আর সাহসের দ্বারা সবকিছুই সম্ভব।

Comments